Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 21, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 21, 2025
২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2022, 02:10 pm
Last modified: 06 July, 2022, 02:16 pm

Related News

  • আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে
  • গরম মোকাবিলায় হাতে তৈরি এয়ার কুলার ব্যবহার করছেন আফগান ট্যাক্সি চালকরা
  • নারী নিপীড়নের অভিযোগে ২ তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
  • প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
  • কলকাতায় নিহত সাবেক এমপি আনারের বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়ায়

২০ বছর পর মাটির নিচ থেকে তালেবানের প্রতিষ্ঠাতার গাড়ি উদ্ধার 

২০০১ সালের শেষদিকে যখন মার্কিন-সমর্থিত সৈন্যরা কাবুলে সরকার পতন ঘটায়, তখন এই সাদা টয়োটা গাড়িতে করেই মোল্লা ওমর তার কান্দাহার ঘাঁটি ত্যাগ করেন এবং গাড়িটি লুকিয়ে ফেলেন।
টিবিএস ডেস্ক
06 July, 2022, 02:10 pm
Last modified: 06 July, 2022, 02:16 pm
আফগানিস্তানের দক্ষিণে জাবুল প্রদেশের একটি গ্রাম্য এলাকা থেকে মাটি খুঁড়ে বের করে আনা হচ্ছে মোল্লা ওমরের গাড়িটি। ছবি: দ্য গার্ডিয়ান

আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা মোহাম্মদ ওমর দেশের দক্ষিণাঞ্চলে আত্মগোপন করতে যে সাদা টয়োটা গাড়িটি ব্যবহার করেছিলেন, সম্প্রতি তা মাটি খুঁড়ে উদ্ধার করেছে তালেবান।

তালেবানের সিনিয়র নেতারা গাড়িটিকে কাবুলে অবস্থিত জাতীয় জাদুঘরে প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন। আফগানিস্তানের জাতীয় জাদুঘরে ইতোমধ্যেই সাবেক রাজা ও প্রধানমন্ত্রীদের ব্যবহৃত বিভিন্ন গাড়ি ও কোচ সংরক্ষিত রয়েছে। এগুলোর মধ্যে হত্যাচেষ্টার সময় ঘাতকের গুলিতে জানালার কাচ চুরমার হয়ে যাওয়া গাড়িও রয়েছে।

তালেবান সরকারের একজন প্রভাবশালী নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ভাই আনাস হাক্কানি টুইটারে লেখেন, "এই গাড়িতে চড়ে এমন একজন লোক ঘুরে বেড়াতেন যিনি ইতিহাসের অসাধারণ সব ঘটনায় ভূমিকা রেখেছেন। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং প্রায় ডজনখানেক দখলদার শক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে তালেবান যোদ্ধাদের নির্দেশনা দিয়েছিলেন। তাই তার এই স্মৃতি চিহ্নটুকু দেশের জাতীয় জাদুঘরে রাখা উচিত।"

এক তালেবান সূত্র জানায়, প্রায় ২০ বছর মাটির নিচে চাপা থাকার পর মোল্লা ওমরের ছেলে, প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নির্দেশে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

মাটি খুঁড়ে গাড়ি উদ্ধারের কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন তালেবান-সংশ্লিষ্ট একজন কর্মী। ছবিতে দেখা যায়, আফগানিস্তানের দক্ষিণে জাবুল প্রদেশের একটি গ্রাম্য এলাকা থেকে মাটি খুঁড়ে বের করে আনা হচ্ছে প্লাস্টিক শিট দিয়ে ঢাকা গাড়িটি।

Toyota Wagon belonging to the founder of the Islamic Emirate of Afghanistan, late Mullah Muhammad Umar Mujahid has been dug up and will be cleaned. This Toyota wagon was used by the late Amir to travel from Kandahar to Zabul province during the start of US led invasion. pic.twitter.com/rvEPuvrpxD— Muhammad Jalal (@MJalal313) July 5, 2022

মুহম্মদ জালাল বলেন, "মার্কিন আগ্রাসনের প্রথম দিকে এই গাড়িতে চড়ে কান্দাহার থেকে জাবুল প্রদেশে এসেছিলেন প্রয়াত আমির। গাড়িটি এখনো ভালো অবস্থায় আছে।"

তালেবানের প্রতিষ্ঠাতা নেতার আত্মজীবনীমূলক বই 'লুকিং ফর দ্য এনিমি'র লেখক বিট ড্যাম জানান, ২০০১ সালের শেষদিকে যখন মার্কিন-সমর্থিত সৈন্যরা কাবুলে সরকার পতন ঘটায়, তখন এই সাদা টয়োটা গাড়িতে করেই মোল্লা ওমর তার কান্দাহার ঘাঁটি ত্যাগ করেন বলে সবাই জানে।

মোল্লা ওমরের মাথার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও, মার্কিন ঘাঁটির ঠিক যেন নাকের ডগা দিয়ে চলাফেরা করতেন ওমর। একজন সহযোগী বিট ড্যামকে জানান, মার্কিন সৈন্যরা একবার একটি বাড়িতে তল্লাশি চালায় যেখানে মোল্লা ওমর লুকিয়ে ছিলেন। কিন্তু পুরো বাড়ি আঁতিপাঁতি করে খুঁজেও তারা সেই গোপন কক্ষের দরজার সন্ধান পায়নি।

মোল্লা ওমর ২০১৩ সালে মারা গেলেও পরবর্তী দুই বছর পর্যন্ত তার মৃত্যুর কথা স্বীকার করেনি তালেবান। তবে আত্মগোপনে যাওয়ার আগেই ২০০১ সালে বিদ্রোহের নিয়ন্ত্রণ বেশ কৌশলীভাবে নিজের প্রতিনিধিদের হাতে দিয়ে গিয়েছিলেন ওমর। সেসময় তালেবানরা কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত মার্কিন-সমর্থিত সরকারের কাছে আত্মসমর্পণের চেষ্টা করছিল। কিন্তু ওই সময় যুক্তরাষ্ট্র তাদের এই আবেদন মেনে নিতে অস্বীকৃতি জানায়।

লেখক বিট ড্যাম বলেন, "গাড়িটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিদর্শন- একটা ঐতিহাসিক সময়ে ওমর এই গাড়িটি ব্যবহার করেছিলেন। যে মুহূর্তে তিনি তার অফিস ত্যাগ করে এই সাদা টয়োটায় প্রবেশ করলেন, তখনই তার নেতৃত্বের অনেকাংশে আত্মসমর্পণ করে ফেলে…"

তিনি আরও যোগ করেন, "ওমর নিজেই তখন তার দাদার জন্মভূমিতে আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গাড়ি লুকিয়ে ফেলা সম্পর্কে আমি কিছু জানিনা, তবে আমি নিশ্চিত যে তারা নিরাপদ বোধ করেননি তখন… কারণ অল্প কিছুদিন পরেই তালেবানদের উপর ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, এজন্যেই বোধহয় তিনি তার গাড়িটা লুকিয়ে ফেলেন।"

সূত্র: দ্য গার্ডিয়ান   
 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / মোল্লা ওমর / তালেবান নেতা / গাড়ি উদ্ধার / মার্কিন আগ্রাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: পিলাটিস, চুল প্রতিস্থাপন, অনলাইন বৈঠকসহ কলকাতায় যা যা করছেন আ.লীগ নেতারা
  • ৩৩,০০০ কোটি টাকার সেতুতে ২০৩৩ সালের মধ্যে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে ভোলা ও চাঁদপুর
  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান
  • এনবিআরে একসঙ্গে ৪১ কর্মকর্তা বদলি, দুই সপ্তাহে ৩ শতাধিক; বরখাস্ত ৩০
  • বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি
  • বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

Related News

  • আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে
  • গরম মোকাবিলায় হাতে তৈরি এয়ার কুলার ব্যবহার করছেন আফগান ট্যাক্সি চালকরা
  • নারী নিপীড়নের অভিযোগে ২ তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
  • প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
  • কলকাতায় নিহত সাবেক এমপি আনারের বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়ায়

Most Read

1
বাংলাদেশ

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: পিলাটিস, চুল প্রতিস্থাপন, অনলাইন বৈঠকসহ কলকাতায় যা যা করছেন আ.লীগ নেতারা

2
বাংলাদেশ

৩৩,০০০ কোটি টাকার সেতুতে ২০৩৩ সালের মধ্যে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে ভোলা ও চাঁদপুর

3
বাংলাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

4
অর্থনীতি

এনবিআরে একসঙ্গে ৪১ কর্মকর্তা বদলি, দুই সপ্তাহে ৩ শতাধিক; বরখাস্ত ৩০

5
ফিচার

বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি

6
বাংলাদেশ

বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net