পাক-আফগান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি

আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান ও তালেবান সরকার ৪৮ ঘণ্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, "উভয় পক্ষ সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য এই ইস্যুর একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করতে আন্তরিক প্রচেষ্টা চালাবে।"
আজ সকালেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হযঅ্যা। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রথমে হামলা শুরু করার অভিযোগ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা সীমান্তবর্তী স্পিন বোলদাক জেলায় ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যা করেছে, আরও অনেকে আহত হয়েছে।
অন্যদিকে আফগান তালেবান সরকারের একজন মুখপাত্র বলেছেন, পাকিস্তানি গোলাবর্ষণে ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, অনেক পাকিস্তানি সৈন্যও নিহত হয়েছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
গত সপ্তাহে আফগানিস্তানে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর জন্য কাবুল ইসলামাবাদকে দায়ী করেছিল, যা দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। যদিও তালেবান প্রশাসন পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
সীমান্তে লড়াইয়ের পাশাপাশি উভয় দেশ এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও 'তথ্যযুদ্ধে' লিপ্ত, যেখানে প্রত্যেক পক্ষই দাবি করছে তাদের হামলাতেই প্রতিপক্ষের বেশি ক্ষতি হয়েছে।
এর আগের সপ্তাহান্তের সংঘর্ষে তালেবান দাবি করে তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, অন্যদিকে ইসলামাবাদ দাবি করে তারা ২০০ জন 'তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীকে' হত্যা করেছে। এই মৃত্যুর সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
ওই সংঘর্ষের পর কয়েক দিনের নাজুক শান্তি বুধবার আবার ভেঙে যায়।
বিবিসির হাতে আসা ভিডিওতে রাতের অন্ধকারে দুই পক্ষের গুলি বিনিময়, ধ্বংস হওয়া চেকপোস্ট এবং হতাহতদের দৃশ্য দেখা গেছে, তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
আফগানিস্তানের স্পিন বোলদাক এলাকার এক সূত্র বিবিসিকে জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, "ড্রোন আর জেট উড়তে দেখেছি, আমাদের আত্মীয়দের কেউ কেউ আহত হয়েছে।"
স্পিন বোলদাকের এক চিকিৎসক বিবিসিকে জানান, সাতজনের মৃতদেহ ও ৩৬ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি বলেন, "পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, আহতের সংখ্যা বাড়ছে।"
একজন স্থানীয় তালেবান কর্মকর্তা জানান, ব্যাপক সংঘর্ষে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানি বিমান হামলায় তাদের কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে এবং তারা দুই পাকিস্তানি সেনার মৃতদেহ উদ্ধার করেছে।
এছাড়া, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে পৃথক সংঘর্ষে ২৫ থেকে ৩০ জন আফগান তালেবান ও পাকিস্তানি তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীন ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ শান্তির আহ্বান জানিয়েছে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন।
জাতিসংঘের আফগানিস্তানে মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "আমি বেসামরিক হতাহতের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আহ্বান জানাচ্ছি।"
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান তাদের মাটিতে পাকিস্তানি তালেবানদের (টিটিপি) আশ্রয় দিচ্ছে, যারা ইসলামাবাদে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে।