ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
জনপ্রিয় গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বর্তমানে জাপান সফরে আছেন। এ সফরের একাধিক ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা। এর মাধ্যমে তারা তাদের সম্পর্ককে আরও প্রকাশ্যে এনেছেন। খবর বিবিসির।
একটি ছবিতে পেরি ও ট্রুডোকে একে অপরের মুখ ছুঁইয়ে হাসিমুখে সেলফি তুলতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দু'জনকে একসঙ্গে সুশি খেতেও দেখা গেছে।
পেরি বা ট্রুডো কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে একসঙ্গে তাদের একাধিক ছবি প্রকাশের কারণে গত কয়েক মাস ধরে জল্পনা বাড়ছিল।
এই বছরের শুরুতে ট্রুডোকে পেরির কনসার্টে অংশ নিতে দেখা গিয়েছিল, যা পপ তারকার সঙ্গে তার প্রেমের গুঞ্জণকে আরও শক্তিশালী করেছে।
পেরি তার বিশ্বব্যাপী 'লাইফটাইম ট্যুর'-এর অংশ হিসেবে জাপান সফর করছেন।
৪১ বছর বয়সী এই গায়িকা তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখেন, "ট্যুরের সময় টোকিওতে কাটানো মুহূর্ত এবং আরও অনেক কিছু।"
এই সপ্তাহের শুরুতে ৫৩ বছর বয়সী ট্রুডোও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার স্ত্রী ইউকোর সঙ্গে পেরি ও নিজের একটি ছবি পুনরায় পোস্ট করেন।
তিনি 'এক্স'-এ (আগের টুইটার) লেখেন, "আপনাকে দেখে খুব ভালো লাগল [ফুমিও কিশিদা]। আপনার এবং ইউকোর সঙ্গে বসার সুযোগ পেয়ে কেটি এবং আমি খুব আনন্দিত।"
তিনি আরও লেখেন, "ফুমিও, আপনার বন্ধুত্বের জন্য এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ব্যবস্থা ও সকলের জন্য একটি উন্নত ভবিষ্যতের প্রতি আপনার ধারাবাহিক প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।"
গত মাসে প্যারিসে একটি অনুষ্ঠানে হাতে হাত রেখে ছবি তোলার পরই এই জুটির সম্পর্ক প্রকাশ্যে আসে বলে মনে করা হয়েছিল।
ওয়েবসাইট টিএমজেড তাদের হাত ধরে হেঁটে গাড়িতে ওঠার ছবি ও ভিডিও প্রকাশ করে। ফটোগ্রাফারদের ক্যামেরার সামনেই ট্রুডো গায়িকাকে গাড়ির পিছনের আসনে উঠতে সাহায্য করেন।
সেদিন পেরির ৪১তম জন্মদিন উদযাপনে প্যারিসে এসেছিলেন ট্রুডো। তাদের এ উপস্থিতিকে প্রথম জনসমক্ষে আসা হিসেবে ধরা হয়েছিল।
এই বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে পেরি বা ট্রুডো কেউই সঙ্গে সঙ্গে সাড়া দেননি।
তবে সম্প্রতি লন্ডন সফরের সময় পেরি তার সম্পর্কের পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন।
এক পারফরম্যান্সের সময় একজন ভক্ত পেরিকে বিয়ের প্রস্তাব দেব। তখন উত্তরে রসিকতা করে পেরি বলেন, ৪৮ ঘণ্টা আগে প্রস্তাব দিলে ভালো হতো। তার এ বক্তব্য ছিল অনলাইনে ট্রুডোর সঙ্গে তার ছবি প্রকাশের ঘটনার কয়েকদিন পর।
পেরি এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন। তারা এক দশক ধরে একসঙ্গে ছিলেন এবং তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে। গত গ্রীষ্মে এ জুটির বিচ্ছেদ ঘটে।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ট্রুডো এর আগে সোফি গ্রেগরিয়ের সঙ্গে ১৮ বছর বিবাহিত জীবন কাটান। ২০২৩ সালের গ্রীষ্মে তাঁদের বিচ্ছেদ ঘটে। এ দম্পতির তিন সন্তান রয়েছে।
