জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) আঘাত হানা এই ভূমিকম্পের পরপরই দেশটির উপকূলীয় অঞ্চলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে (পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উপকূল থেকে প্রায় ৪৪ মাইল দূরে এবং গভীরতা ছিল প্রায় ৩৩ মাইল।
জেএমএ জানিয়েছে, ইওয়াতে, আওমোরি এবং হোক্কাইডোর কিছু অংশসহ উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ৩ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। সংস্থাটি আরও জানায়, আওমোরিতে ইতিমধ্যে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি পর্যবেক্ষণ করা হয়েছে।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থানরত সিএনএনের একটি দল জানিয়েছে, ভূমিকম্পের সময় সেখানে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এই কম্পন ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল।
