রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

'মেরে সামনে ওয়ালে খিড়কী মেঁ এক চাঁদ সা মুখড়া রহতা হ্যায়' গানটির জন্য যদি নতুন মুখ খোঁজা হতো তাহলে সে সময়ের তরুণ আমির খান এবং তার প্রথম স্ত্রী রীনা দত্তকে অনায়াসে সেখানে কল্পনা করা যেত।
তারা দুজনই একসময় প্রতিবেশী ছিলেন। তারা ঘণ্টার পর ঘণ্টা জানালার সামনে কাটাতেন শুধু এক ঝলক দেখার জন্য। প্রেমে পড়ে আমির তার জন্য কঠিন ভালোবাসা প্রকাশ করেছিলেন এবং তাকে রাজি করাতে অনেক চেষ্টা করেছিলেন। অন্ধ প্রেমে তিনি নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন রীনাকে, ভেবেছিলেন মুগ্ধ হবে — হয়নি।
তাদের এমন কঠিন প্রেমের মধ্যেই তারা গোপনে বিয়ে করেছিলেন। এমনকি রীনা সংক্ষিপ্ত সময়ের জন্য আমিরের প্রথম ছবি 'কেয়ামত সে কেয়ামত তক'-এও দেখা গিয়েছিল। সবই ভালো চলছিল, কিন্তু 'লগান' মুক্তির এক বছরের মাথায় ২০০২ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের এক পুত্র, জুনায়েদ খান, এবং এক কন্যা, ইরা খান।
বাইরে থেকে তাদের বিচ্ছেদকে যতটা সহজ মনে হয় বাস্তবে তা ছিল না। এই বিচ্ছেদে আমির খান মদ্যপানে আসক্ত হয়ে ওঠেন। তিনি সমাজবিমুখ হয়ে পড়েন এবং এক বছরেরও বেশি সময় সিনেমার কাজ ছেড়ে দেন।
দ্য লালান্তপে প্রকাশিত এক প্রোমোতে আমির খান তার সেই কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, 'যখন রীনা আর আমি আলাদা হলাম, সেদিন রাতে আমি পুরো এক বোতল মদ শেষ করেছিলাম। তারপর দেড় বছর প্রতিদিন মদ খেতাম। কোনোদিন ঘুমাতাম না — মদ খেয়ে অচেতন হয়ে পড়ে থাকতাম। নিজেকে শেষ করে দিতে চাইছিলাম।'
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, 'আমি তখন কোনো কাজও করতাম না। কারো সঙ্গে দেখাও করতাম না। ঠিক সেই বছরই লগান মুক্তি পেয়েছিল আর এক পত্রিকা আমাকে বলেছিল 'ম্যান অব দ্য ইয়ার, আমির খান'। আমার কাছে এটি খুবই বিরোধপূর্ণ মনে হয়েছিল।'
চোখের জল মুছতে মুছতে আমির খান গেয়ে ওঠেন ১৯৭৮ সালের 'গমন' ছবির গান 'আপকি ইয়াদ আতি রহি রাত ভর'-এর কয়েকটি লাইন।
এর আগে, করণ জোহরের শো কফি উইথ করণ-এর ষষ্ঠ সিজনে রীনাকে নিয়ে কথা বলেছিলেন আমির। তিনি বলেছিলেন, 'রীনা আর আমি ১৬ বছর একসঙ্গে ছিলাম। যখন আলাদা হলাম, সেটা আমাদের আর আমাদের পরিবারের জন্য খুবই যন্ত্রণার ছিল। আমরা পরিস্থিতি যতটা সম্ভব ভালোভাবে সামলানোর চেষ্টা করেছি। আমাদের বিচ্ছেদের পরও রীনার প্রতি ভালোবাসা আর সম্মান কখনো হারাইনি।'
রীনার সঙ্গে বিচ্ছেদের পর আমির খান ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক পুত্র সন্তান আছে, নাম আজাদ। তবে ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারাও আলাদা হয়ে যান।
বর্তমানে আমির তার ২০ বছরের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন। দুই সাবেক স্ত্রীর সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং তিনি তাদের সঙ্গে সন্তানদের লালনপালন করছেন।