রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

আমির খান সেই কঠিন সময়ের কথা স্মরণ করে বলেন, ‘যখন রীনা আর আমি আলাদা হলাম, সেদিন রাতে আমি পুরো এক বোতল মদ শেষ করেছিলাম। তারপর দেড় বছর প্রতিদিন মদ খেতাম।'