ঢাকার ৩ স্থানে জামায়াতের নির্বাচনী সমাবেশ, যাত্রাবাড়িতে বক্তব্য দিচ্ছেন আমির শফিকুর রহমান
রাজধানীর যাত্রাবাড়ীতে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে কাজলা ব্রিজের সামনে থেকে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভা ও শোডাউনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
যাত্রাবাড়ী ছাড়াও আজ রাজধানীতে আরও দুটি নির্বাচনী সমাবেশ করবে জামায়াত। ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ২টার দিকে গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টার দিকে ঢাকা-৭ আসনের আওতাধীন বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে দিনের শেষ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
