নিবন্ধনের পর পোস্টাল ব্যালট নিয়ে ফিরেছেন দেশে, প্রবাসী ফজলে রাব্বি এখন ভোট দেবেন কীভাবে?
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন মোহাম্মদ ফজলে রাব্বি নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী। তবে হঠাৎ করেই দেশে ফিরে আসায় এখন তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভোট প্রদান করা নিয়ে জটিলতায় পড়েছেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে ডাকযোগে তাকে যেই ব্যালটটি পাঠানো হয়েছে, সেটি জমা দেওয়া নিয়েই মূলত জটিলতায় পড়েছেন তিনি।
একজন নির্বাচন কমিশনার এ বিষয়ে জানিয়েছেন, বিদ্যমান আইনি কাঠামোর কারণে এক্ষেত্রে ভোট গ্রহণের সুযোগ নেই।
ফজলে রাব্বি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের ভোটার। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন। ইসি তার কাছে ডাকযোগে ব্যালট পাঠিয়েছিল।
তিনি জানান, বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা সে সময় ছিল না তার। তবে ব্যক্তিগত কিছু কারণে হঠাৎ তাকে দেশে ফিরতে হয়েছে।
তিনি বলেন, 'পোস্টাল ব্যালটটি সঙ্গে নিয়ে এসেছি। কারণ ওখানে রেখে আসলে কোনো কাজে আসত না। আবার ব্যালটটি স্ক্যান করে পাঠানোর বিষয়ও ছিল—সে কারণে ভেবেছিলাম, দেশে এসে যদি কোনোভাবে জমা দেওয়া যায়।'
'আমি ভোট দিতে চাই। আমি আশা করছি নির্বাচন কমিশন যেন সেই ব্যবস্থা করে', বলেন ফজলে রাব্বি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টিবিএসকে বলেন, 'আমাদের আইনে বলা আছে, প্রবাসী ভোটারের ক্ষেত্রে এই ব্যালট ডাকযোগে বিদেশ থেকে আসতে হবে। তারপরেও যেকোনো কারণে তিনি ব্যালটটি নিয়ে এসেছেন। আর তিনি দেশে এলেও সরাসরি ভোট দিতে পারবেন না। কারণ, তিনি পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এটি একটি ইন্টারেস্টিং প্রশ্ন।'
তিনি বলেন, 'এক্ষেত্রে ওই ভোটার দেশে এসে সরাসরি ভোটও দিতে পারবেন না। আবার সেই ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছেও জমা দেওয়া যাবে না। সব মিলিয়ে এ ধরনের ক্ষেত্রে ভোটটি কার্যকর হওয়ার সুযোগ থাকে না। বিষয়টি দুঃখজনক হলেও আইনি বাধ্যবাধকতার কারণেই এমনটি হচ্ছে।'
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গত ৫ জানুয়ারি মধ্যরাতে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।
উল্লেখ্য, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা এই নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
আজ শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে জমা দিতে হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও সেই ভোট গণনা করা হবে না
