১৭ বছরে যে নির্যাতন হয়েছে, তারই ডেমো গত ১৬ মাসে দেখেছি: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে, তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট এই দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব।
তিনি বলেন, 'আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে।'
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ১১ দলীয় জোট ও 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করে সংস্কারের পক্ষে রায় দেবেন। পরাজিত ফ্যাসিস্ট শক্তি ও নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সকল কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোন ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।
চট্টগ্রাম আট আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিভিন্ন কার্ডের কথা আপনাদের বলছে। কিন্তু গত ষোল মসে চাঁদাবাজি, দখলবাজি খুন ছিনতাই করে তারা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা আপনাদের কার্ড দেওয়ার কথা বলে নিজেরাই খেয়ে ফেলবে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে এগারো দলীয় ঐক্য জোট ও হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
১১ দলীয় ঐক্য জোটের বান্দরবন আসনের সংসদ সদস্য প্রার্থী সুজা উদ্দিন বলেন প্রিয় চট্টগ্রামবাসী পার্বত্য চট্টগ্রামকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত রাখতে গণভোটে হ্যাঁ ও এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীকে বিজয়ী করতে হবে। গত ষোল মাসে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। একটা দল বিভিন্ন কার্ডের প্রলোভোন দেখাচ্ছে। ওই দলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, তাতে এই ফ্যামিলি কার্ডও তারা দখল করে নিয়ে যাবে। তাই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যজোটকে সারা দেশের প্রতিটি আসনে বিজয়ী করতে হবে।
এনসিপির নির্বাচনি পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম অঞ্চলের সংগঠক সাগুফতা বুশরা মিশমা, এসএম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।
