জামায়াতের অতীত নিয়ে কথা হয়, বিএনপির অতীত জনগণ ভোলেনি: নাহিদ
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়। ২০০১ থেকে ২০০৬, যে দুঃশাসন তারা তৈরি করেছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভোলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলব।'
আজ মঙ্গলবার ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
পরে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, 'ছাত্রদল এই হামলা করেছে। আমরা জনগণের কাছে এই হামলার বিচার দিলাম। তারা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে।'
এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'আজকে যেটা হয়েছে, সেটি খুবই দুঃখজনক। এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে।'
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। বলেন, 'একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না।'
তিনি আরো বলেন, 'আমরা নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। আমরা দেখব তারা কী ব্যবস্থা নেয়। যদি তারা ব্যবস্থা না নেয়, তাহলে তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আর আমাদেরকে আঘাত করলে, আমাদের মা-বোনদের আঘাত করলে তো আমরা বসে থাকব না। আমরা আমাদের জবাব রাজনৈতিকভাবেই দেব।
'জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব, আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী, আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। যারা জনগণের মতের ওপর শ্রদ্ধাশীল না, যাদের নিজেদের ওপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং দমনের চেষ্টা করছে', বলেন নাহিদ।
