‘আমার ভাবনায় বাংলাদেশ’: সেরা ১০ রিলস নির্মাতার সঙ্গে আজ দেখা করবেন তারেক রহমান
রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আজ শনিবার দুপুর দুইটায় তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
মাহাদী আমীন জানান, বিএনপির উদ্যোগে 'আমার ভাবনায় বাংলাদেশ' শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে 'মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান' অনুষ্ঠিত হবে। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান।
তিনি আরও জানান, অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। মাহাদী আমীন বলেন, 'ইতোমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।'
আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে জনমত (৩০% মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০% মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত এই ১০ জনই আজ তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করা হয়। মাহাদী আমীন বলেন, 'একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা চাচ্ছে।'
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছেন, যা ইতোমধ্যে দেশব্যাপী আলোচিত হয়েছে। বিএনপি যদি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তির হাতে কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে।'
কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যদি কেউ এই বিষয়ে কোনো অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা আমাদের অবহিত করবেন এবং অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হবেন।'
