চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
বিএনপির পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম মহানগরীতে শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে দুই দিনের জন্য ড্রোন উড়ানো এবং অস্ত্র ও বিস্ফোরক বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ডে আজ (শুক্রবার) ও আগামীকাল (শনিবার) অনুষ্ঠিতব্য বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন যেকোনো ধরনের বস্তু বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বেসরকারি উড়োজাহাজ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সিএমপি।
