তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের
নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, 'নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সময়সীমার বাইরে গিয়ে রাত চারটার সময় মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছেন। পার্টির চেয়ারম্যান এরকম করলে এটা উৎসাহ পাবে।'
তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশনের কোনো তৎপরতা নেই। তাদের পক্ষপাতমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে।'
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, 'সেনাবাহিনীর সদস্যদের কেন্দ্রের বাইরে রাখার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সিভিল এডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অথচ ৫ আগস্টের পরেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে। নির্বাচন কমিশনকে এই বিধি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।'
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বলেন, 'সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে।'
প্রশাসনিক রদবদল নিয়ে অভিযোগ তুলে তিনি আরও বলেন, 'প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে কিছু সিলেকটিভ অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে স্থানীয় প্রশাসন থেকে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে সুযোগ দেওয়া হচ্ছে।'
গণমাধ্যমের ভূমিকা নিয়ে আসিফ মাহমুদ বলেন, 'আমরা দেখছি মিডিয়া একটি দলের দিকে ঝুঁকে গেছে। আমরা এর আগে মিডিয়ার দলীয়করণ দেখেছি। একইসাথে এর পরিণতি দেখেছি। এজন্য সবাইকে সমানভাবে প্রচারণার সুযোগ দিতে হবে। একটি মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা একটি দলের প্যাডে নির্বাচনি দায়িত্ব নিয়েছেন। এর পরিণতি আমরা বিগত সময়ে দেখেছি।'
প্রচারণায় অসম প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপির পক্ষ থেকে কালার পোস্টার, রাতভর মাইকিং দেখছি। এতে অন্যরা পিছিয়ে পড়ছে। বরং যারা আচরণবিধি মানছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে।'
