রাষ্ট্র পরিচালনা জটিল কাজ, এটি অভিজ্ঞতাহীন কারো হাতে দেওয়া যায় না: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্র পরিচালনা একটি জটিল ও মূল্যবান কাজ। এটি অভিজ্ঞতাহীন কারো হাতে দেওয়া যায় না। দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য অভিজ্ঞ দল দরকার।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, 'ভোট দেওয়ার আগে জনগণকে ভাবতে হবে যে রাষ্ট্র পরিচালনা সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে এই অভিজ্ঞতা নেই।'
দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপির নেতৃত্ব অপরিহার্য উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই মুহূর্তে দেশের পুনর্গঠন ও সংকট সমাধানের একমাত্র যোগ্য দল হলো বিএনপি। সেই দলের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন তারেক রহমান।'
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতির শাসনামলের কথা স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, 'শহীদ জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, দেশের অর্থনীতি বিধ্বস্ত ছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গিয়েছিল। তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন, বন্ধ শিল্প চালু করেছিলেন, জনগণের সংস্থানের ব্যবস্থা করেছিলেন, মানুষের মধ্যে আশা জাগিয়েছিলেন এবং আইনশৃঙ্খলার উন্নতি করেছিলেন।'
পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 'পরে দেশে আবার ধ্বংসের অবস্থা আসে। এই বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজও দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য অভিজ্ঞ নেতৃত্ব দরকার।'
