গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে বিএনপি: মাহদী আমিন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোটে বিএনপি 'হ্যাঁ'র পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন।
তিনি বলেন, 'আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, আমরা তাদের সবাইকে বলেছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ- এর পক্ষে অবস্থান নেব।'
বুধবার (২১ জানিয়ারি) গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মাহাদী আমীন।
রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল জানিয়ে তিনি বলেন, 'জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট, জুলাই চার্টারে বিএনপির অবস্থানের ওপর ভিত্তি করে গণভোটে আমরা 'হ্যাঁ' পক্ষে অবস্থান নেব।'
মাহাদী আমীন বলেন, 'যে বিষয়গুলোতে ভিন্নমত-ভিন্নপথ থাকবে; সে বিষয়গুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের 'হ্যা'-এর পক্ষে অবস্থানের কথা দলের সবাইকে আমরা বলে দিয়েছি।'
বিএনপির নির্বাচনি ইশতেহার নিয়ে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, 'ইশতেহার নিয়ে আমাদের কাজ চলছে। বিএনপি সবার আগে সুনির্দিষ্ট পরিকল্পনা স্থাপন করেছে। ৮টি লিফলেট দিয়েছে। তার আগে রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনায় ৩১ দফা, তার আগে ২৭ দফা ছিল, তারও আগে মিশন ২০৩০ দেওয়া হয়েছে। সুতরাং দীর্ঘ সময় ধরে আমরা এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি।'
তিনি আরও বলেন, 'নির্বাচনি ইশতেহার নিয়ে বেশ কিছু টিম কাজ করছে। সঠিক সময় আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করব।'
