গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান ভূমি উপদেষ্টার
আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার (২১ জানুয়ারি) কুষ্টিয়ায় গণভোটের প্রচার কার্যক্রম পরিচালনাকালে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিকেল ৪টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের পক্ষে আয়োজিত এক বিশেষ প্রচার কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা। কর্মসূচিতে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে গণভোটে 'হ্যাঁ' ভোটের সুফলগুলো তুলে ধরেন। এ সময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় যে গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।
এর আগে দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা চাল কল মালিকদের সঙ্গে এবং খাদ্য অফিসের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সভায় তিনি বলেন, 'গণভোটের মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।'
উপদেষ্টা আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 'গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সবাইকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই।'
প্রচার কর্মসূচিতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ এই প্রচারণায় অংশ নেন।
