শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায়
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই মামলা দায়ের করা হয় বলে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এছাড়া, তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি প্রেরণ করেছে।
এছাড়া, এ ঘটনার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটি ছাড়িয়ে আনেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং কয়েকজনকে জখম করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ওই দিন সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন।
