ডাচ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বড় জালিয়াতি, জামালপুর থেকে গ্রেপ্তার ২
নেদারল্যান্ডসের প্রসিদ্ধ প্রতিষ্ঠান 'উইথলোকালস'-এর ওয়েবসাইট ক্লোন করে হুবহু ভুয়া ওয়েবপেজ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৌহিদ ভূঁইয়া (২১) ও চক্রের মূল হোতা হৃদয় হাসান (২১)। গতকাল বুধবার (৭ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার স্টেশন রোড এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চক্রটি বিদেশি কোম্পানির কর্মী সেজে ভুক্তভোগীদের কাছে ভুয়া ওয়েবসাইটের লিংক পাঠাতো। দ্রুত লভ্যাংশের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে মোটা অংকের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করত। এই ফাঁদে পা দিয়ে অন্তত একজন ভুক্তভোগী প্রায় ২৫ লাখ টাকা খুইয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
প্রতারণার শিকার ওই ব্যক্তি গত ১ নভেম্বর পল্টন থানায় মামলা করলে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তকালে সিআইডি এই প্রতারক চক্রের ডিজিটাল কার্যক্রম শনাক্ত করে। দেখা যায়, মূল হোতা হৃদয় হাসান দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে এই প্রতারণা চালিয়ে আসছিলেন।
সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় হাসানের কাছ থেকে জব্দ করা স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে তার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার ব্যবহৃত দুটি 'বাইনান্স' অ্যাকাউন্ট অন্যের নামে খোলা হলেও সেগুলো তার নিজস্ব বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ছিল, যার মাধ্যমে তিনি অবৈধ অর্থ লেনদেন করতেন।
চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
