৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন
সুইস লেখক এরিক ফন দানিকেন আর নেই। সুইজারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসময়ের সাড়া ফেলা এই লেখক। মৃত্যুকালে এই লেখকের বয়স হয়েছিল ৯০ বছর।
এরিক ফন দানিকেনের প্রতিনিধিরা রোববার ওয়েবসাইটে তার মৃত্যুর কথা জানান।
পরে এরিক ফন দানিকেনের মেয়ে কর্নেলিয়াও গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এরিক ফন দানিকেন ১৯৬৮ সালে তার প্রথম বই চ্যারিয়টস অভ দ্য গডস লিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই বইয়ে তিনি দাবি করেন, প্রাচীন মায়া ও মিশরীয় সভ্যতার মানুষদের সঙ্গে এলিয়েনদের দেখা হয়েছিল, তারা মানুষদের উন্নত প্রযুক্তি শিখিয়েছিল, যার মাধ্যমে পিরামিডের মতো বিশাল স্থাপনা তৈরি করা সম্ভব হয়েছে।
পরবর্তীতে ফন দানিকেন একই ধরনের আরও ২৪টির বেশি বই লেখেন, যেগুলো ৩২টি ভাষায় অনূদিত হয় এবং প্রায় ৬ কোটি কপি বিক্রি হয়। তবে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক প্রমাণের অভাবে বিজ্ঞানীরা তার দেওয়া এসব তথ্য বিশ্বাস করেননি।
একসময় ফন দানিকেন হোটেলে ওয়েটারের কাজ করতেন। জীবনের বিভিন্ন সময়ে জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগে কয়েকবার জেলেও যেতে হয়েছে তাকে।
তিনি ১৯৩৫ সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ধর্মীয় কড়াকড়ির বিরুদ্ধে বিদ্রোহ করে জীবনের উৎপত্তি নিয়ে নিজের মতবাদ গড়ে তোলেন। পরে তিনি মিশর, ভারত ও লাতিন আমেরিকার প্রাচীন সভ্যতা নিয়ে বিভিন্ন গবেষণা ও বক্তৃতা দেন।
অনেক প্রমাণ ভুল প্রমাণিত হলেও তিনি শেষ পর্যন্ত বিশ্বাস করতেন যে পৃথিবীতে আগেও ভিনগ্রহের প্রাণীরা এসেছিল এবং ভবিষ্যতেও আসবে।
