মিরপুরে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাহমুদুর রহমান খান ওরফে সনি (৪৬)।
বুধবার (৭ জানুয়ারি) রাতে মিরপুরের কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি আভিযানিক দল সেনপাড়া এলাকার ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান ওরফে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বাসাটি তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র দিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি এসব অস্ত্র পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় সরবরাহ করতেন, যা খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহার করা হতো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৪-এর ওই কর্মকর্তা।
