ময়মনসিংহে দিপু হত্যা: লাশ পোড়ানোর নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকার পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৮) হত্যা ও লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া মো. ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভালুকা) মনতোষ বিশ্বাস।
তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) বিকালে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ইয়াছিন আরাফাত দিপুকে হত্যার সময় ওই ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, দিপুকে মারধর করে হত্যা করা ও লাশ রশি দিয়ে টেনে নিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পোড়ানোয় নেতৃত্ব দেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইয়াসিন আরাফাত ভালুকার কড়াইতলা মোড়ের দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি গত প্রায় ১৮ মাস যাবত কাশর এলাকায় শেখবাড়ী মসজিদের ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।
গত ১৮ ডিসেম্বর দিপু চন্দ্র দাসকে হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান এবং ১২ দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদরাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা মাদরাসায় শিক্ষকতার জন্য যোগদান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৩ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন।
এছাড়া ১৮ জন আসামিকে ইতোমধ্যে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
