বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কেকেআর
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর শুরুর আগেই বড় ধাক্কা খেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত মাসে অনুষ্ঠিত নিলাম থেকে বড় অঙ্কের মূল্যে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
চলতি বছরের মার্চ-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের জন্য গত মাসে হওয়া নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কেকেআর। ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সাথে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে দলে পেয়েছিল কলকাতা।
শনিবার (৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, আইপিএল গভর্নিং বডির নির্দেশনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে কেকেআর জানায়, 'আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আমাদের আসন্ন মৌসুম শুরুর আগে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে যথাযথ আলোচনা এবং প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।'
বিবৃতিতে আরও জানানো হয়, আইপিএল বিধি অনুযায়ী বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজের বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে আজ ভারতের গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক উত্তেজনার কারণে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দিয়েছে বোর্ড। মূলত বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এবং তাদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষিতে বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি হয়েছিল।
শুধু তাই নয়, মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে কেকেআরের মালিক শাহরুখ খানকেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর রাজনৈতিক নেতারা আইপিএলের মতো প্রতিযোগিতায় বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজের উপস্থিতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেন। এই রাজনৈতিক চাপের মুখেই শেষ পর্যন্ত মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
মুস্তাফিজুর রহমান ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত আইপিএলের মোট আটটি আসরে অংশ নিয়েছেন। শুধুমাত্র ২০১৯ এবং ২০২০ সালের আসরে তিনি খেলেননি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতার হয়ে এটিই হওয়ার কথা ছিল মুস্তাফিজের প্রথম মৌসুম।
