রপ্তানিতে পতন অব্যাহত, ডিসেম্বরে কমেছে ১৪ শতাংশ
যুক্তরাষ্ট্রে ভোক্তাচাহিদা দুর্বল থাকা এবং প্রচলিত ইউরোপীয় বাজারে চীন ও ভারতের বাজার দখলের প্রতিযোগিতা তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানি আয় টানা পাঁচ মাস ধরে কমছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে রপ্তানি আয় ১৪.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩.৮৯ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছরের একই মাসে ছিল ৪.৬৩ বিলিয়ন ডলার। এর আগের মাস নভেম্বরেও রপ্তানি ৫.৫৪ শতাংশ কমেছিল।
জুলাই-ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় ২.১৯ শতাংশ কমে প্রায় ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতেও বড় ধরনের মন্দা দেখা গেছে। ডিসেম্বরে পোশাক রপ্তানি ১৪ শতাংশের বেশি কমেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, কার্যাদেশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে ছোট ও মাঝারি কারখানাগুলো। অর্ডার সংকোচনের ফলে মুনাফা মার্জিন ও উৎপাদন সক্ষমতা—দুটিই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
