Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
January 02, 2026

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JANUARY 02, 2026
২০২৫ সালে ৫৩৯ সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার: এইচআরএসএস-এর প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 05:35 pm
Last modified: 01 January, 2026, 05:48 pm

Related News

  • ২০২৫ সালে রাজনৈতিক সংঘাতে ১৩৩ ও মব সহিংসতায় ১৬৮ জন নিহত
  • ভারতে এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ত্রিপুরার যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালকে আত্মগোপনে সহায়তাকারী রাজু রিমান্ডে
  • দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
  • মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: আদালতে দায় স্বীকার করলেন গৃহকর্মী আয়েশা

২০২৫ সালে ৫৩৯ সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার: এইচআরএসএস-এর প্রতিবেদন

এইচআরএসএস জানায়, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা গত বছরেও দৃশ্যমান ছিল। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে মোট ২৭টি মামলা হয়েছে, যেখানে ২৪ জনকে গ্রেপ্তার ও ৫৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৭টি সভা-সমাবেশে বাধা দিয়েছে, যাতে ৫১২ জন আহত এবং ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 05:35 pm
Last modified: 01 January, 2026, 05:48 pm
ছবি: সংগৃহীত

২০২৫ সালে সারাদেশে অন্তত ৩১৮টি হামলায় মোট ৫৩৯ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। গণমাধ্যমের প্রতিবেদন ও নিজস্ব তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে ২০২৫ সালের মানবাধিকার পরিস্থিতির চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ২৭৩ জন সাংবাদিক বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও আহত হয়েছেন। ৫৭ জন লাঞ্ছিত এবং ৮৩ জনকে হুমকি প্রদান করা হয়েছে। বছরজুড়ে ১৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৪টি মামলায় ১০৭ জন সাংবাদিককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এইচআরএসএস জানায়, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা গত বছরেও দৃশ্যমান ছিল। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে মোট ২৭টি মামলা হয়েছে, যেখানে ২৪ জনকে গ্রেপ্তার ও ৫৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৭টি সভা-সমাবেশে বাধা দিয়েছে, যাতে ৫১২ জন আহত এবং ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন।

সংস্থাটি বিচারবহির্ভূত হত্যা এবং কারাগারে মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, নির্যাতন বা বন্দুকযুদ্ধে ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে হেফাজতে ১২ জন এবং নির্যাতনে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কারাগারে অসুস্থতা বা নির্যাতনে আরও ৯২ জন আসামির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩০ জন কয়েদি এবং ৬২ জন হাজতি। এছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে ও অসুস্থ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

২০২৫ সালে কমপক্ষে ২০৪৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ৮২৮ জন ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে ৪৭৪ জন ১৮ বছরের কম বয়সী বা শিশু। এছাড়া ১৭৯ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর ২৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া এসব ঘটনায় আত্মহত্যা করেছেন ১০ জন নারী । ৪১৪ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তন্মধ্যে শিশু ২৩৬ জন। এছাড়া যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ৩৫ জন (আত্মহত্যা-৪) ও আহত ৩২ জন। তাছাড়া পারিবারিক সহিংসতায় ৩৮৩ জন (আত্মহত্যা ১৯৪ জন) নিহত ও আহত ১৩৩ জন।  এসিড সহিংসতায় শিকার হয়ে নিহত ২জন এবং আহত ২ জন। অন্যদিকে, শিশু নির্যাতনের শিকার হয়েছেন ১৩৭১ জন, যাদের মধ্যে ২৮৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১০৮৩ জন শিশু বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। 

সার্বিক বিষয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, 'দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। মব সহিংসতা, হেফাজতে মৃত্যু এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করা না হলে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।' এসময় তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ এবং মানবাধিকার রক্ষায় সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

এইচআরএসএস / প্রতিবেদন / সাংবাদিক / নির্যাতন / হত্যা / হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তাসনিম জারা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
    দেশে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ, বিদেশে স্বামীর আয় ৬৫ লাখ
  • হলফনামা: তারেক ও ডা. শফিকুরের চেয়েও বার্ষিক আয় বেশি নাহিদের
    হলফনামা: তারেক ও ডা. শফিকুরের চেয়েও বার্ষিক আয় বেশি নাহিদের
  • আমির খসরু মাহমুদ চৌধুরী।
    হলফনামা : আমির খসরুর সম্পদ প্রায় ২২ কোটি টাকা, আয় ১ কোটি ৫৯ লাখ
  • আবুধাবিতে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (বামে) উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (ডানে)। ছবি: এসপিএ
    দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি: বাসস
    হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে বছরে ৯ লাখ আয় সারজিস আলমের

Related News

  • ২০২৫ সালে রাজনৈতিক সংঘাতে ১৩৩ ও মব সহিংসতায় ১৬৮ জন নিহত
  • ভারতে এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ত্রিপুরার যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালকে আত্মগোপনে সহায়তাকারী রাজু রিমান্ডে
  • দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
  • মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: আদালতে দায় স্বীকার করলেন গৃহকর্মী আয়েশা

Most Read

1
তাসনিম জারা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ

দেশে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ, বিদেশে স্বামীর আয় ৬৫ লাখ

2
হলফনামা: তারেক ও ডা. শফিকুরের চেয়েও বার্ষিক আয় বেশি নাহিদের
বাংলাদেশ

হলফনামা: তারেক ও ডা. শফিকুরের চেয়েও বার্ষিক আয় বেশি নাহিদের

3
আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ

হলফনামা : আমির খসরুর সম্পদ প্রায় ২২ কোটি টাকা, আয় ১ কোটি ৫৯ লাখ

4
আবুধাবিতে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (বামে) উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (ডানে)। ছবি: এসপিএ
আন্তর্জাতিক

দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত

5
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

6
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে বছরে ৯ লাখ আয় সারজিস আলমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net