রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়ে ট্রাক। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, "রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।"
সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে বলেও জানান তিনি।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
আর আহতের নাম রায়হান আলী। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বালুবাহী ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মাছবাহী ট্রাকটি জব্দ করা যায়নি। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবার চাইলে নিয়মিত মামলা হবে।
রাজশাহীর ঝলমলিয়া ও বানেশ্বরহাট থেকে কোটি কোটি টাকা রজস্ব আয় হলেও কলার হাট বসে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর। এ কারণে যানজট এবং সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়ই।
স্থানীয়দের অভিযোগ, কলার হাট শুরু হলে সড়কের অর্ধেক দখল করে বাজার সংশ্লিষ্টরা। ট্রাকের দ্রুত গতি এবং মহাসড়কের উপর হাট বসায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এজন্য মহাসড়ক থেকে হাট সরানোর দাবি তাদের।
পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, তারা মহাসড়ক থেকে হাট উচ্ছেদের চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না।
