রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে জুলাই ৩৬ মঞ্চের পদযাত্রায় পুলিশের বাধা, ধস্তাধস্তি
রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় অভিমুখে 'ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ' এর পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে পদযাত্রাকারীদের আটকে দেয় পুলিশ।
একপর্যায়ে জুলাই ৩৬ মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বর্তমানে তারা হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কে বসে অবস্থান নিয়েছেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই ৩৬ মঞ্চের ১০ থেকে ১৫ জন সদস্য মাথায় জাতীয় পতাকা বেঁধে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হন। পরে স্লোগান দিতে দিতে তারা পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। সেখানে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
জুলাই ৩৬ মঞ্চের সদস্য শাহরিয়ার কবির বলেন, "ভারত আমাদের দেশের ওপর নানা ধরনের আগ্রাসন চালাচ্ছে। সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। খুনি হাসিনাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে। ওসমান হাদির খুনিদেরও ভারত আশ্রয় দিয়েছে। আমরা ভারতীয় আগ্রাসন মানি না।"
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
