৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন: এনবিআর
দেশে এ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোট ৪৫ লাখ টিআইএনধারী রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।
এনবিআর আশা করছে, রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোয় আরও অন্তত ১০ লাখ রিটার্ন জমা পড়বে।
এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পাওয়া যাচ্ছে।
এছাড়া একই ওয়েবসাইটের eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার কথা জানালেও সমাধান মিলছে।
