সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসংবলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে অভিযোগ দেওয়ার আহ্বান
সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসংবলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার।
আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিতে এসব পোস্টের বিষয়ে রিপোর্ট করা যাবে। সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা পোস্টের ব্যাপারে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি অভিযোগ করার অনুরোধ জানানোর হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে পাওয়া অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করবে।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন বা সরিয়ে ফেলতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
এতে আরও বলা হয়, সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার ডাক দেয়—এমন হেট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসংক্রান্ত পোস্ট রিপোর্টের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩০৮৩৩২৫৯২) ও একটি ইমেইল (notify@ncsa.gov.bd) ঠিকানা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
