সহিংসতা উসকে দিতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

পবিত্র কোরআন ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি ও প্ররোচনামূলক পোস্ট দেওয়া একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্ররোচনায় না পড়ার জন্য নাগরিকদের সতর্ক করে জরুরী বার্তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পুলিশ জানিয়েছে, 'Susanta Chakma' (সুশান্ত চাকমা) নামে একটি ফেসবুক প্রোফাইল গত তিন দিন ধরে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য ও ভিডিও পোস্ট করছে। সামাজিক মাধ্যমে এই পোস্টগুলো ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। পরে দেখা যায়, এই অ্যাকাউন্টটি ভুয়া— এতে ব্যবহার করা হয়েছে একজন চাকমা যুবকের নাম ও ছবি।
সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটিইউ) ইউনিট এই বিষয়ে তদন্ত শুরু করে। পরে ওই ভুয়া অ্যাকাউন্টটি বন্ধ করা হয়। কিন্তু কিছু সময়ের মধ্যে একই নাম ও ছবি ব্যবহার করে আরেকটি অ্যাকাউন্ট খুলে একইরকম প্ররোচনামূলক কার্যক্রম চালানো শুরু হয়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস টিবিএসকে জানিয়েছেন, প্রকৃত সুশান্ত চকমার এই পোস্টগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, 'আমরা যার ছবি ব্যবহার করা হয়েছে তাকে খুঁজে বের করেছি এবং জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়েছি যে তার সঙ্গে ওই অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। দুষ্কৃতকারীরা তার পরিচয় ব্যবহার করে ইসলামবিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছে, যা স্পষ্টভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে।'
সিএমপি গতকাল (৭ অক্টোবর) একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুশান্ত চাকমা (৩৮) ভুয়া প্রোফাইলটি আবিষ্কার করার পর ৫ অক্টোবর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিএমপি এক জরুরি বার্তায় নগরবাসীকে অনুরোধ করেছে, এসব ভুয়া পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হয় বা আইন নিজের হাতে তুলে না নেয়।
এছাড়া, পুলিশ ভুয়া অ্যাকাউন্ট চালানো দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাহায্য চেয়েছে।