ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজারের শীর্ষ নির্বাহী পদের দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো।
গত বছরের মে মাসে এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করার পর থেকে ডিএসইর এমডি পদটি শূন্য ছিল। এতদিন অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে এক্সচেঞ্জটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে বেশ কয়েকটি জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন।
আইএফসিতে থাকাকালীন তিনি বতসোয়ানা ও নামিবিয়ার কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন। বতসোয়ানায় আইএফসির উপস্থিতি নিশ্চিত করা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়া; বিশেষ করে সেখানে আইএফসির প্রথম বিনিয়োগ সহজতর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার পেশাগত দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, ট্রানজেকশন সার্ভিস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসি। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নের জন্য এই খাতগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
নুজহাত আনোয়ার ব্যাংকিং খাতে ১৬ বছর অতিবাহিত করেছেন। এ সময় তিনি সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, 'ডিএসই'র জন্য একজন যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে গত এক বছর ধরে পর্ষদ এবং এর নমিনেশন ও রেমুনারেশন কমিটি (এনআরসি) নিবিড়ভাবে কাজ করেছে।'
ডিএসইর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নুজহাত আনোয়ারের নেতৃত্বের গুণাবলি, দেশি ও আন্তর্জাতিক আর্থিক বাজারে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং পুঁজিবাজারের রূপান্তরে তার দৃঢ় প্রতিশ্রুতি ডিএসইকে উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।
মমিনুল ইসলাম বলেন, 'আমরা আত্মবিশ্বাসী যে, আগামী দিনগুলোতে ডিএসইকে নেতৃত্ব দেওয়ার জন্য নুজহাতই সঠিক প্রার্থী।'
তিনি আরও জানান, তাকে দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগদান করানোর জন্য ডিএসই বাকি অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করবে।
