স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে, তারিখ চূড়ান্ত নয়: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে কবে নেওয়া হবে, সেই নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ডা. জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বললে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাতে তিনি সাড়া দিচ্ছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'গত শুক্রবারই তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং অন্যদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমানে ভ্রমণ বা 'ফ্লাই' করার মতো উপযোগী না থাকায় তখন তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি।'
চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, 'দেশ ও বিদেশের চিকিৎসকরা সমন্বিতভাবে মেডিকেল বোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক তার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিচ্ছেন। বোর্ডের সদস্যরা সেই পরামর্শ বাস্তবায়নে নিরলস কাজ করছেন, যাতে তার জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। বিশ্বের সর্বাধুনিক চিকিৎসার মান বজায় রেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শেই বর্তমানে তার চিকিৎসা চলছে।'
ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, 'মেডিকেল বোর্ডের সব সদস্যই আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে প্রয়োজনে যেকোনো সময় তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে।'
