এভারকেয়ারে হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গেছেন। গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে গিয়েছেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ধানমন্ডির বাসায় নিজের মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বিকেল ৩টা ৩৮ মিনিটে জুবাইদা রহমান হাসপাতালে পৌঁছান। রুমন বলেন, 'তিনি এখন সিসিইউতে বেগম খালেদা জিয়ার শয্যাপাশে আছেন।'
এর আগে শুক্রবার সকালে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন জুবাইদা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি সোজা চলে গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে।
দেশে ফেরার পর থেকেই তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আগে তিনি বিদেশ থেকে অনলাইনে এসব বৈঠকে যোগ দিতেন। তবে শুক্রবার প্রথমবারের মতো তিনি সরাসরি বা সশরীরে ডাক্তারদের সঙ্গে কথা বলেন।
রুমন জানান, জুবাইদা দিনরাত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। তিনি বলেন, 'বাসায় গেলেও তিনি ফোনে ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শাশুড়ির স্বাস্থ্যের সব খবর তিনি প্রতিনিয়ত নিচ্ছেন।'
বিএনপি প্রধান গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক নানা জটিলতার কারণে গত ২৭ নভেম্বর তাকে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা রয়েছেন। জুবাইদা রহমান নিজেও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। শাশুড়িকে বিদেশে নেওয়ার অনুমতি বা ছাড়পত্র মিললে তার সফরসঙ্গী হতেই লন্ডন থেকে দেশে এসেছেন তিনি।
