গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, আহত ১০
গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটি আংশিক) সংসদীয় আসনের দলীয় মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলেও।
আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান এবং মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকির ছেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা আজ বিকেলে উপজেলার রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত এ কর্মসূচিতে যোগ দিলে মজিবুর রহমানের ২০-২৫ জন সমর্থক মোটরসাইকেল নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় হামলাকারীদের ১০টি মোটরসাইকেল আটক করে তাতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের আজ বিক্ষোভ মিছিলের কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়।
এ বিষয়ে জানতে মজিবুর রহমানের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মজিবুর রহমানের সমর্থকেরা গণসংযোগ করতে রাখালিয়াচালা এলাকায় যান। এ সময় ইশরাক সিদ্দিকীর লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা নেতা-কর্মী ও স্থানীয়দের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
