দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান
দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, 'দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই।'
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে 'দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক'- মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।
মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এসময় তিনি বলেন, 'মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত অধিকার। মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভিত তৈরি করতে চাই।'
তারেক রহমান বলেন, 'বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল; আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক, আমরা তা চাই না। আমি চাই না, আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘিত হোক।'
তিনি বলেন, 'শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে ইংরেজির সঙ্গে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে।'
তিনি আরও বলেন, 'আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব।'
তারেক রহমান বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাব আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া- এই তিন মন্ত্রণালয় সারাবছর একসঙ্গে কাজ করবে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব।'
তিনি বলেন, 'দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেব। কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।'
