শিগগিরই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, দেশের রাজনীতির হাল ধরবেন।
তিনি আরও বলেন, 'নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন।'
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্য প্রদানকালে বিএনপি চেয়ারপারসনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, 'দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক—এটা সব দলই স্বীকার করে। তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন তিনি।'
তিনি আরও বলেন, 'খালেদা জিয়া দেখিয়েছেন দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার অভিভাবক। অতীতে কাউকে নিয়ে এত দোয়ার আয়োজন কখনও দেখিনি। সর্বত্র মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।'
এ সময় তিনি সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের কঠোর সমালোচনা করে বলেন, 'যারা সংস্কারের কথা বলে, তারা আসলে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।'
