মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের হামলা: ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, আহত ৬
রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হকারদের হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের হামলায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ সিটি কর্পোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরে অবৈধ দোকান উচ্ছেদকালে এই হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ বেনজীর আহমেদ বলেন, 'মিরপুর ১৩ নম্বরের শহীদ মিনার খেলার মাঠ ও শিশু পার্কের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আমরা ৮ নাম্বার ওয়ার্ডের মিরপুর-১ এলাকায় রাস্তার অবৈধ দোকান উচ্ছেদ করতে যাই। এ সময় অবৈধ দোকানদারগণ সম্মিলিতভাবে আমাদের ওপর হামলা করে।'
তিনি আরও জানান, হামলাকারীদের ইটের আঘাতে ৪ নম্বর ওয়ার্ডের আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রহমানের মাথা ফেটে যায়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় বেনজীর আহমেদ নিজেও পায়ে আঘাত পেয়েছেন। এছাড়া পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।
বেনজীর আহমেদ বলেন, 'হামলাকারীরা ম্যাজিস্ট্রেট স্যারের গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। এতে স্যারের গাড়ির ড্রাইভারও আহত হয়েছেন। আমাদের গাড়ি বহরের ওপরও হামলা চালানো হয়েছে।'
এ বিষয়ে ডিএমপির শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুর দেড়টা থেকে দুইটার দিকে ডিএনসিসির ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভেঙে ফেলে।
ওসি আরও বলেন, 'এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
