ক্ষমতায় গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষিতদের বেকার ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক-দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা এবং চাকরি না পাওয়া শিক্ষিত বেকারদের একটা নির্ধারিত সময় পর্যন্ত ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
একইসঙ্গে তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বহদ্দারকাটা স্কুল স্টেশনে স্থানীয় বিএনপি কতৃৃক আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। বিএনপি শপথ নিয়েছে- সরকার গঠন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। এ দেশে সকল মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।'
এদেশের সকল মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এ দেশের দরিদ্র সকল মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করে সবধরণের নিত্যপণ্য বিনামূল্যে প্রদান করা হবে। এ দেশ হবে- কৃষকের বাংলাদেশ, কৃষি বান্ধব বাংলাদেশ। এ দেশে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কৃষকের জন্য কৃষিকার্ড প্রদান করা হবে। ন্যায্যমূল্যে বীজ-সারসহ সবকিছু তারা পাবেন। সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা হবে।'
শুক্রবার সকালে নির্বাচনী গণসংযোগের চতুর্থ দিনে চকরিয়া উপজেলার কোনাখালী ও বিএমচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান সালাহউদ্দিন আহমেদ। এতে বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসব পথসভায় সাধারণ মানুষকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।
এ সময় তিনি পেকুয়া উপজেলার মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন। এ দিন বিকেলে তিনি সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে গণসংযোগ করেন।
এর আগে নির্বাচনী গণসংযোগের প্রথম তিনদিনে চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা এবং পেকুয়ার শিলখালী, বারবাকিয়া, টইটং, রাজাখালী, মগনামা, উজানটিয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণার পাশাপাশি আয়োজিত পথসমাবেশে বক্তব্য রাখেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচদিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। আগামী রোববার (৭ ডিসেম্বর) পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
