সংসদ নির্বাচন ও গণভোট: মক ভোটিংয়ে সময় বেশি লাগায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা ইসির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুটি ব্যালট পেপার থাকায় ভোট দিতে সময় বেশি লাগছে। নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত 'মক ভোটিং' বা মহড়া ভোটে দেখা গেছে, ভোটকক্ষে একজন ভোটার গড়ে প্রায় ৪ মিনিট সময় নিচ্ছেন। এই পরিস্থিতিতে এবার ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।
কর্মশালায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, 'এবারের নির্বাচনে ব্যালট থাকায় টাইম ম্যানেজমেন্টে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, একজন ভোটারের পরে আরেকজন ভোটকক্ষে ঢুকতে গড়ে দেড় মিনিট লাগে। আর ভেতরে একজন ভোটারের গড়ে সময় লেগেছে ৩ মিনিট ৫২ সেকেন্ড।'
সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের বাড়তি সময় লাগছে বলে জানান এই কমিশনার। তিনি বলেন, 'যিনি না পড়ে সিল দিচ্ছেন ২ মিনিটে শেষ করছেন, আবার যিনি পড়ছেন ৭-৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।'
সার্বিক বিষয় বিবেচনা করে এবার ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই। আমরা নির্বাচনী জোয়ারে আছি।'
গণভোট প্রসঙ্গে সচিব বলেন, 'গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।... আমরা নির্বাচনের জোয়ারে আছি। সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।'
