মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আসামির আত্মপক্ষ সমর্থন শুনানির তারিখ ধার্য করেন।
এ নিয়ে মামলাটিতে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি আইনে ৪২৮ ধারায় সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড রয়েছে।'
আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন এই আইনজীবী।
গত ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।
ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেন।
এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
আরও জানা যায়, এই মামলার সাক্ষী বিষয়টি দেখে তৎক্ষণাৎ কী করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানসিক প্রস্তুতি নেন।
এই বিষয়ে সাক্ষীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।
মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছিলেন এই বাদী।
