মোহাম্মদপুরে ‘পূর্বশত্রুতার’ জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, ছেলের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে পূর্বশত্রুতার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছেলে মো. বাবু (২৬) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাবা আবুল কাশেম হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতের ফুফু (কাশেমের বোন) আখতারী বেগম জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে সোমবার সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীব নামের এক ব্যক্তির সঙ্গে আবুল কাশেমের হাতাহাতি হয়। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে হামলা চালায় প্রতিপক্ষ। রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ অজ্ঞাতনামা কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে বাবা ও ছেলেকে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল কাশেম ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, 'ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় কাশেম ও তার ছেলে বাবু জখম হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।'
