খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুপুর ১২টায় ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি এ বিষয়ে ব্রিফ করবেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছেন, বিজয়ের মাসে 'গণতন্ত্রের মাতা' খ্যাত সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি ও চিকিৎসা নিয়ে গণমাধ্যমকে অবহিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
