রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালক নিহত
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইনের গ্যাস পাইপ এলাকার কনকর্ড স্কুলের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পাপ্পু শেখ পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি পরিবার নিয়ে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জুরাইন থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
