নির্বাচনের আগে ব্যাংকারদের কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলল কেন্দ্রীয় ব্যাংক
সার্কুলারে ব্যাংকের এমডি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে ।
ফাইল ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া ব্যাংকারদের বিদেশ ভ্রমণ না করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে।
সার্কুলারে ব্যাংকের এমডি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
