একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তর সালই বাংলাদেশের অস্তিত্ব এবং এই গৌরবময় ইতিহাসকে সবসময় সম্মানের সঙ্গে ধারণ করা উচিত। তিনি বলেন, 'আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।'
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের দুঃশাসনের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এবং বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে এবং আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালানোর জন্য। যে দল দেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে কি আমরা দেশের সর্বনাশ করব?'
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, 'হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান যে আপনারা সংখ্যালঘু এবং আপনাদের ওপর যদি নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন, এই দেশে কেউ সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান। তাই ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে।'
এ সময় তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।'
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার মধ্যে ভোট হতো। কিন্তু এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি শেখ হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন এবং বর্তমানে দিল্লিতে বসে আছেন। থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা চলত।'
