পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে 'যৌক্তিক' সময়ে গ্রহণের দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীরা।
আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের কর্মসূচির ফলে রাজশাহীর সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী মাহবুব আলম জানান, অন্যান্য বার বিসিএস লিখিত পরীক্ষার জন্য ৬ মাস সময় দেওয়া হলেও আমাদের মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। আমরা যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন করছি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান জানান, এ আন্দোলনের কারণে আজ বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি।
অবরোধকারীরা রেলপথ থেকে সরে গেলে ট্রেন ছাড়া হবে বলে জানান তিনি।
