৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগামীকাল বুধবার সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে সারা দেশের আটটি বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শরীফ উদ্দিন।
তিনি বলেন, পুলিশের হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন ভাই আহত হয়েছেন এবং কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাদের ছাড়া পরীক্ষায় বসতে পারি না। তাই আমরা প্রথমত ২৭ নভেম্বরের লিখিত পরীক্ষা বয়কট করলাম।
তিনি আরও বলেন, ''পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আগামীকাল পিএসসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করাবে বা যমুনাতে নিয়ে যাবে। এজন্য আমরা সকাল ১১টা পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আমরা এক দফা দাবির দিকে যাবো এবং ৮ বিভাগেই 'ব্লকেড' কর্মসূচি পালন করব। ঢাকার মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় আছে তারা শাহবাগে অবস্থান করবে।''
এর আগে ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আজ দুপুর ১ টা থেকে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থান নেন। বিকাল ৫ টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রাকালে শাহবাগে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরবর্তীতে সন্ধ্যা ৬ টা থেকে তারা পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন।
সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা হলেন- মো. শাহিনুর ইসলাম (২৮), মো. আতিকুর রহমান (২৯), মো. আবরার শাহরিয়ার উল্লাহ (২৮), মো. রিয়াজ উদ্দিন (২৭) ও মো. শাকিল (২৮)।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমাদের ২৫ জন আহত হয়েছে। এখন আমাদের দাবি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ চাই। এর আগে আমরা পরীক্ষায় বসব না।
সন্ধ্যায় শাহবাগ থানার ওসি খালিদ মনসুর মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।
এক আন্দোলনকারী জানান, আগের বিসিএস ব্যাচগুলোকে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে দেড় বছরে পর্যন্ত সময় দেওয়া হতো। কিন্তু এবার প্রিলিমিনারি ফলাফলের মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এত কম সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন এবং অযৌক্তিক।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা এ বছর ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী অংশ নেন, যাদের মধ্যে ১০,৬৪৪ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসি ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে।
