সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
সুনামগঞ্জ–১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনিসুল হকের প্রার্থিতা বাতিল এবং যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছে সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপির একাংশ।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে জেলার জামালগঞ্জের ঐতিহাসিক সাচনা বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, 'বিগত ১৭ বছর জেল–জুলুম ও নির্যাতন সহ্য করেও আন্দোলনের প্রথম সারিতে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জ–১ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হাওড়াঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের কাছে পৌঁছে দিয়েছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি বারবার হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়েননি।'
বক্তারা আরও বলেন, 'সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। দল যদি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, ধানের শীষের জয় সুনিশ্চিত।'
এ সময় তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা।
মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
