সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামঘরে আগুন
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুদামঘরটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল-এর উপ মহাব্যবস্থাপক মিহির রায় বলেন, 'শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।'
তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানান।
