শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলা: ২ শুটারসহ ৫ আসামি রিমান্ডে
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারসহ গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. ফারুক হোসেন ফয়সাল (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) এবং মো. ইউসুফ জীবন (৪২)।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা, কোতয়ালী জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।
