হাদি হত্যা মামলা: প্রধান আসামি শুটার ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামি ও তার স্বার্থ সংশ্লিষ্টদের আটটি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর হয়েছে।'
এর আগে, গত ২২ ডিসেম্বর মামলার অন্যতম এই আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন ঢাকার একটি আদালত।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর মতিঝিল এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ওই ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
